Monday 1 February 2021

DSA

 ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম লিস্ট 

জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম । এখানে পর্যায়ক্রমে নতুন নতুন আর্টিকেল এড হতেই থাকবে । আপনারা যারা জাভাস্ক্রিপ্ট দিয়ে সমস্যা সমাধান করতে চান বা বিভিন্ন ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে চান তাদের উপকারে আসবে বলে মনে করি ।

আমরা অনেকেই মনে করি জাভাস্ক্রিপ্ট দিয়ে  Problem Solving  (সমস্যা সমাধান ) বা কন্টেস্ট  করা যায় নাহ এইটা ভূল ধারণা । জাভাস্ক্রিপ্ট দিয়েও প্রায় সবগুলো অনলাইন জাজে সমস্যা সমাধান করা যায় যেমন - Codeforces, Spoj, Hackerrank, Hackerearth, Leetcode, URI, Uva, Codechef ইত্যাদি ইত্যাদি ।

যারা জানেন নাহ যে কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন অনলাইন জাজে সমস্যা সমাধান করা যায় তারা 00 নাম্বার পোস্টটি পড়ুন।

 

00.  জাভাস্ক্রিপ্ট দিয়ে  Problem Solving  (সমস্যা সমাধান )

পরিচিতি

০১।  ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম পরিচিতি

০২।  অ্যালগরিদম(algorithm) লিখার নিয়ম

০৩।  ফ্লোচার্ট (Flowchart) নিয়ে আলোচনা

০৪।  বিগ ও নোটেশন (Big O Notation) সম্পর্কে

০৫।  অ্যালগরিদমে টাইম কমপ্লিক্সিটি(complexity) - পর্ব (০১)

০৬। অ্যালগরিদমে টাইম কমপ্লিক্সিটি(complexity) - পর্ব (০২)

০৭।  স্পেস কমপ্লিক্সিটি(Complexity)

সার্চিং অ্যালগরিদম(Algorithm)

 ০১। লিনিয়ার সার্চ (Linear Search)

 

 

 

 

# shakil babur jhuli dsa

# dsa bangla

Share:

0 comments:

Post a Comment