Saturday, 22 March 2025

for of loop in javascript - ফর অব লুপ

Simple HTML Structure

 

JavaScript for...of loop, JavaScript ES6, for loop, iterate arrays, for...of with sets, loop in es6, loop in javascript, for loop, while loop, es6, do while loop in javascript, set in javascript, map in javascript, object in javascript, js structure, css in js, filter in js, foreach in js

জাভাস্ক্রিপ্ট ইএস৬(ES6) এ নতুন একটি লুপের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যার নাম for...of লুপ । এই for...of লুপের সাহায্যে খুব সহজেই অ্যারে(array), সেট(set), ম্যাপ(map), স্ট্রিং(string) ইত্যাদিকে ইটারেট করা যায় ।

জাভাস্ক্রিপ্ট for...of লুপ সিনট্যাক্স :-

for (item of iterable) {
    // body of for...of
}

এখানে,

  • iterable হলো যেকোনো একটি ইটারেবল(iterable) অবজেক্ট যেমন - অ্যারে(array), সেট(set), স্ট্রিং(string) ইত্যাদি ।
  • item হলো ইটারেবল(iterable) অবজেক্টের ভ্যালু ।

এখন আমরা for...of লুপের ইউসকেস দেখবো অর্থাৎ এটি কিভাবে কাজ করে -

for...of with Arrays

কোনো একটা অ্যারেকে ইটারেট করার প্রয়োজন হলে আমরা for...of ব্যাবহার করতে পারি যেমন :-

// array
const friends = ['shakil', 'torikus', 'fahim'];
// using for...of
for ( let item of friends ) {
    // display the values
    console.log(item);
}

OUTPUT :-

shakil
torikus
fahim

উপরের প্রোগ্রামে friends আরেকে ইটারেট করা হয়েছে অর্থাৎ অ্যারের ভেতর লুপ থ্রো করা হয়েছে যা অ্যারের লেন্থ পর্যন্ত চলবে । এবং item of friends এই লাইনে item নামে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে যা friends আরের ভ্যালুকে নির্দেশ করে ।

প্রত্যেকবার লুপটি ইটারেট করার সময় কনসোলে item কে লগ করে যার ফলে উপরোক্ত আউটপুট পেয়েছি । শেষে এটি অ্যারের লেন্থ পর্যন্ত চলে ইটেরেশনকে বন্ধ করে দেয় ।

for...of with Strings :-

for...of লুপ আমরা স্ট্রিং(String) কে ইটারেট করতেও ব্যাবহার করতে পারি যেমন :-

// string
const name = 'babu';

// using for...of loop
for (let i of name) {
    console.log(i);
}

OUTPUT :-

b
a
b
u

অ্যারের মতো সেইমভাবে স্ট্রিং ও ইটারেট করা হয়েছে । এখানে i স্ট্রিং এর প্রত্যেকটা ভালুকে নির্দেশ করে যার ফলে আমরা উপরোক্ত আউটপুট পেয়েছি ।

for...of with Sets :-

আমরা Set এর এলিমেন্টস গুলোকে ইটারেট করতে পারি সেইম ভাবে for...of লুপ ইউস করে যেমন :-

// define Set
const set = new Set([1, 2, 3]);

// looping through Set
for (let i of set) {
    console.log(i);
}

OUTPUT :-

1
2
3

সেইম ভাবে এখানে i Set এর প্রত্যেকটা এলিমেন্ট বা ভ্যালুকে নির্দেশ করে যার প্রমাণসরূপ প্রোগ্রামের আউটপুট ।

for...of with Maps:-

আমরা সেইমভাবে Map এলিমেন্টস ইটারেট করতে পারি for...of লুপ ইউস করে যেমন :-

// define Map
let map = new Map();

// inserting elements
map.set('name', 'Jack');
map.set('age', '27');

// looping through Map
for (let [key, value] of map) {
    console.log(key + '- ' + value);
}

OUTPUT :-

name- Jack
age- 27

আশা করি বুঝতে পারছেন ।

======== শেষের কথা ========

  • for...of লুপ ইউস করা হয় শুধুমাত্র ইটারেবল(iterable) অব্জেক্টসের ভ্যালুসমূহ কে ইটারেট করতে ।
  • যদি কোনো ইটারেবল(iterable) অব্জেক্টসের ইনডেক্স নিয়ে কাজ করার দরকার পরে তাহলে এই লুপ ইউস না করায় ভালো ।
  • for...of লুপ অবজেক্টের(object) সাথে ইউস করা যায় নাহ ।
For more information, visit MDN's documentation on for...of
Share:

Related Posts:

0 comments:

Post a Comment