Friday, 4 June 2021

স্ট্রিং(string) মেথডস ইন জাভাস্ক্রিপ্ট ইএস৬(ES6)

 

string methods in javscript es6, new string methods in javascript, javascript string methods, javascript string, javascript bangla
জাভাস্ক্রিপ্ট ইএস৬(ES6) এ নতুন কয়েকটি স্ট্রিং মেথডস এসেছে । তার ভেতর সবচেয়ে বেশি ৪ টি মেথডস ব্যাবহার করা হয় :-

নিচে উল্লেখ করা হলো :-

  • startsWith(str, index)
  • endsWith(str, length)
  • includes(str, index)
  • repeat(number)

যদিও আমরা স্ট্রিং(string) কি , কিভাবে ডিক্লেয়ার করা হয় সবই জানি । যখন আমরা কোনো স্ট্রিং(string) ডিক্লেয়ার করি তখন ডিক্লেয়ারকৃত স্ট্রিং(string) টির প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে ইন্ডেক্স নাম্বার থাকে যেমন :-

const Name = "SHAKIL MIA";

আমাদের কোনো ক্যারেক্টারের দরকার পরলে ইন্ডেক্স নাম্বার ব্যাবহার করে তা খুব সহজেই বের করতে পারি :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name[0]); // S
console.log(Name[1]); // H
console.log(Name[9]); // A

স্ট্রিং(string) নিয়ে আপনি অনেক কিছুই জানেন তারপরেও একটু আলোচনা করা হলো সবার জন্য । এবার চলুন জাভাস্ক্রিপ্ট ইএস৬(ES6) এ নতুন স্ট্রিং মেথডস নিয়ে আলোচনা করা যাক :-

১। startsWith() মেথড

সিনট্যাক্স -

string.startsWith(str, index) 

কোনো স্ট্রিং নির্দিষ্ট কোন ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তা চেক করার জন্য startsWith() মেথড ব্যাবহার করা হয় । এটা সবসময় Boolean ভ্যালু true অথবা false রিটার্ন করে :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.startsWith('S')); // true
console.log(Name.startsWith('SHA')); // true
console.log(Name.startsWith('SHAKIL')) // true   

উপরের, সবগুলো সঠিক তাই আউটপুট true দিয়েছে । এখন যদি স্ট্রিং যে ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে সেইটা বাদে অন্য কিছু দিয়ে চেক করি :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.startsWith('Ab')); // false
console.log(Name.startsWith('abc')); // false 

এবার কিন্তু, আমাদের false রিটার্ন করেছে কারণ- আমরা যে ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে চেক করেছি সেইটা দিয়ে স্ট্রিং শুরু হয় নাই ।

startsWith() মেথড কেস-সেনসিটিভ অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের একই ক্যারেক্টার এক নাহ । নিচে দেখুন :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.startsWith('s')); // false
console.log(Name.startsWith('shakil')); // false

 

আমরা সিনট্যাক্স লিখার সময়ই দেখেছি startsWith() মেথড দুইটি প্যারামিটার নেয় । প্রথমটা স্ট্রিং আর দ্বিতীয়টা ইন্ডেক্স । দ্বিতীয় প্যারামিটার অর্থাৎ ইন্ডেক্স অপশনাল আপনি চাইলে পাস করতে পারেন আবার নাও পারেন । যদি পাস নাহ করা হয় তাহলে এটি ডিফল্ট(Default) হিসেবে প্রথম ইন্ডেক্সকেই পয়েন্ট(Point) করে যা আমরা এতক্ষণ দেখলাম ।

এবার যদি ইন্ডেক্সকে পাস করি তাহলে :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.startsWith('IL',4 )); // true
console.log(Name.startsWith('M',7)); // true

একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে, IL কিন্তু SHAKIL MIA এর 4 নাম্বার ইন্ডেক্স থেকেই শুরু হয়েছে তাই আমাদের আউটপুট হিসেবে true রিটার্ন করেছে ।

২। endsWith() মেথড

সিনট্যাক্স -

endsWith(str, length) 

কোনো স্ট্রিং নির্দিষ্ট কোন ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে শেষ হয়েছে তা চেক করার জন্য endsWith() মেথড ব্যাবহার করা হয় । এটা সবসময় Boolean ভ্যালু true অথবা false রিটার্ন করে -

const Name = "SHAKIL MIA";
console.log(Name.endsWith('A')); // true
console.log(Name.endsWith('MIA')); // true

console.log(Name.endsWith("S")); // false 

endsWith() মেথডও কেস-সেনসিটিভ(case-sensitive) :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.endsWith('a')); // false 

 

endsWith() মেথডও দুইটি প্যারামিটার নেয় প্রথমটা স্ট্রিং আর দ্বিতীয়টা length যা অপশনাল । যদি পাস নাহ করা হয় তাহলে এটি ডিফল্ট(Default) হিসেবে শেস ইন্ডেক্সকেই পয়েন্ট(Point) করে যা আমরা এতক্ষণ দেখলাম । এবার যদি length কে পাস করি তাহলে -

const Name = "SHAKIL MIA";
console.log(Name.endsWith('M', 8)); // true 

ইন্ডেক্স অনুযায়ী 8 নাম্বার পজিশনে কিন্তু I আছে ।

তারপরেও true রিটার্ন করতেছে কারণ - endsWith() মেথড index নাহ length প্যারামিটার নেয় । সেই অনুযায়ী M কিন্তু 8 নাম্বার ভ্যালু, কারণ - আমরা জানি যে length সবসময় 1 থেকে কাউন্ট হয়।

আরেকটি উদাহরণ দেখি :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.endsWith('H', 2)); // true 

৩। includes() মেথড

সিনট্যাক্স -

includes(str, index) 

কোনো স্ট্রিং(string) এ নির্দিষ্ট কোন ক্যারেক্টার বা ওয়ার্ড আছে কি নাহ তা চেক করার জন্য includes() মেথড ব্যাবহার করা হয় । এটাও সবসময় Boolean ভ্যালু true অথবা false রিটার্ন করে :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.includes('H')); // true
console.log(Name.includes('MIA')); // true

console.log(Name.includes("Babu")); // false 

startsWith() এবং endsWith() এর মতো includes() মেথডও কেস-সেনসিটিভ(case-sensitive) :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.includes('a')); // false 

includes() মেথডও দুইটি প্যারামিটার নেয় প্রথমটা স্ট্রিং আর দ্বিতীয়টা index যা অপশনাল । এবার যদি index কে পাস করি তাহলে :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.includes('MIA',7 )); // true 

৪। repeat() মেথড

সিনট্যাক্স -

repeat(number) 

একটি স্ট্রিং কে বার বার লিখতে বা রিপিট(repeat) করতে এই মেথড ব্যাবহার করা হয়। এটি একটা number প্যারামিটার হিসেবে নেয় সেই অনুযায়ী স্ট্রিং রিপিট(repeat) হয় :-

const Name = "SHAKIL ";
console.log(Name.repeat(5));

// SHAKIL SHAKIL SHAKIL SHAKIL SHAKIL 

এই ছিলো জাভাস্ক্রিপ্ট ইএস৬ এর নতুন কিছু স্ট্রিং মেথডস । আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে

# javascript string methods

# string methods in es6

# new strings methods in es6

Share:

0 comments:

Post a Comment